Jk Majlish feat. Ananya Acharjee
Song: Olpo Boyosh Lyric & Tune: Sanjit Acharjeeআয় মনের মতো সাজিলাম , আয়না মুখ ছাইলাম
মনের মতো সাজিলাম , আয়না ধরে মুখ ছাইলামপাড়া পড়শী ব্যাকুলো হয়, আমি নাকি সুন্দরী
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
মনের মতো সাজিলাম , আয়না ধরে মুখ ছাইলাম
পাড়া পড়শী ব্যাকুলো হয়, আমি নাকি সুন্দরী
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি।
পান রসে ঠোঁট লাল গড়ি, হাততুল ফাতা বাতেল টোরি
দুই চোখত কাজল দিলাম যতন গড়ি
পান রসে ঠোঁট লাল গড়ি, হাততুল ফাতা বাতেল টোরি
দুই চোখট কাজল দিলাম যতন গড়ি
ফুলোর সারি পিন্দিলাম চুলোর বেণী বান্ধিলামঃ
ফুলোর সারি পিন্দিলাম চুলোর বেণী বান্ধিলামঃ
নাকেতে দিলাম নোলক, হাতে দিলাম চুড়ি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
পুও রসে আলতা বানাই, দুহাতে মেহেদী লাগাই
হাটে যাইতে নুপুর বাজে শব্দ করি ।
দুই চোখত কাজল দিলাম যতন গড়ি
পান রসে ঠোঁট লাল গড়ি, হাততুল ফাতা বাতেল টোরি
দুই চোখট কাজল দিলাম যতন গড়ি
ফুলোর সারি পিন্দিলাম চুলোর বেণী বান্ধিলামঃ
ফুলোর সারি পিন্দিলাম চুলোর বেণী বান্ধিলামঃ
নাকেতে দিলাম নোলক, হাতে দিলাম চুড়ি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মন ছুরি
পুও রসে আলতা বানাই, দুহাতে মেহেদী লাগাই
হাটে যাইতে নুপুর বাজে শব্দ করি ।
পুও রসে আলতা বানাই, দুহাতে মেহেদী লাগাই
হাটে যাইতে নুপুর বাজে শব্দ করি
বাড়ি আমার চট্টগ্রাম, অনন্যা আমার নাম
ওরে বাড়ি আমার চট্টগ্রাম, অনন্যা আমার নাম
নিজে তো না বুঝিলাম, হায় কেন সুন্দরী
অল্প বয়স কালে না হচ্চু কেউ আর মন ছুরি
অল্প বয়স কালে না হচ্চু কেউ আর মন ছুরি
আয় মনের মতো সাজিলাম , আয়না ধরে মুখ ছাইলাম
মনের মতো সাজিলাম , আয়না ধরে মুছাইলাম
পাড়া পড়শী ব্যাকুলো হয়, আমি নাকি সুন্দরী
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি