Song: School Khuilase Re Mawla - ইস্কুল খুইলাছে রে মাওলা
কথা ও সুরঃ স্বর্গীয় কবিয়াল রমেশ শীলইসকুল খুইলাছে রে ময়না ইসকুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে ময়না ইসকুল খুঁইলাছে
গাইসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুঁইলাছে
ও রে গাইসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুঁইলাছে
ইসকুল খুইলাছে রে মনা ইস্কুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে মনা ইস্কুল খুইলাছে
গাইসুল আজম মাইজভান্ডারী
ইসকুল খুইলাছে
গাইসুল আজম মাইজভান্ডারী
ইসকুল খুইলাছে
সেই ইসকুল এর এমনি ধারা,
মায়না ছাড়া পড়ায় তারা
সেই ইসকুল এর এমনি ধারা,
মায়না ছাড়া পড়ায় তারা
ও রে সিনায় সিনায় লিখা পড়া রে
ও রে সিনায় সিনায় লিখা পড়া
শিক্ষা দিতাছে….
গাইসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
ও রে গাইসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে মনা
ইসকুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে মনা
ইসকুল খুইলাছে
গাইসুল আজম মাইজভান্ডারী
ইসকুল খুইলাছে
ও রে গাইসুল আজম মাইজভান্ডারী
ইসকুল খুইলাছে ।
সেই ইসকুল এর এমনিই ধারা
নাইকো বিচার জুয়ান বুড়া
সেই ইসকুল এর এমনিই ধারা
নাইকো বিচার জুয়ান বুড়া
ও রে খাতা কলম ছাড়াই তারা রে
ও রে খাতা কলম ছাড়াই তারা রে
শিক্ষা দিতাছে ।।