কি আছে জীবনে আমার - Ki Ache Jibone Amar

 কি আছে জীবনে আমার - Ki Ache Jibone Amar 



 


কি আছে জীবনে আমার

যদি তুমি না থাকো পাশে মরণে
কি আছে জীবনে আমার..
হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু
হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু
বিরহের দিন গুনে...
যদি তুমি না থাকো পাশে মরণে
কি আছে জীবনে আমার?

তুমি আছো সব আছে ভুবনে আমার
তুমি নাই কিছু নাই ব্যাথারই পাহাড়।
তুমি আছো সব আছে ভুবনে আমার

তুমি নাই কিছু নাই ব্যাথারই পাহাড়
তুমি ওগো তুমি মোর
জীবনে মরণে...
কি আছে জীবনে আমার...
যদি তুমি না থাকো পাশে মরণে
কি আছে জীবনে আমার?

তুমি ছায়া আমি কায়া

এক'ই রুপের সরুপ
তুমি সুর আমি বাঁশী
আহা কি অপরুপ
তুমি ছায়া আমি কায়া
এক'ই রুপে সরুপ
তুমি সুর আমি বাঁশী
আহা কি অপরুপ
তুমি ওগো তুমি মোর
শয়নে স্বপ্নে...
কি আছে জীবনে আমার
যদি তুমি না থাকো পাশে মরণে
কি আছে জীবনে আমার?
হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু
হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু
বিরহের দিন গুনে
যদি তুমি না থাকো পাশে মরণে
কি আছে জীবনে আমার....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন