Ei J Duniya kisero lagiya - এই যে দুনিয়া কিসেরও লাগিয়া - Lyric

 Jk Majlish Feat. Atiya Anisha

Song: Ei J Duniya - এই যে দুনিয়া Lyric & Tune: Mumtaz Ali Khan Original Singer: Abdul Alim



এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া
মানুষ।

যেমনি নাচাও তেমনি নাচি
পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি।
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল
মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ 
আমার মনে এই আনন্দ।
কেবল আল্লাহ তোমায় চাই আমি।

তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ
হইয়া ধর
সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া
ঝাড়
তুমি বাঁচাও তুমি মার
তুমি বীনে কেহ নাই আল্লাহ,
তুমি বীনে কেহ নাই ।।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন