Indubala - ইন্দুবালা - Lyric

 Song: Indubala - ইন্দুবালা |

Singer: Fazlur Rahman Babu Lyrics: Delowar Arjuda Sharaf Tune: Plabon Direction: A. Babul Label: Sangeeta



ইন্দুবালা গোওও...
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার উঠোনে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া ।

ইন্দুবালা গো, ইন্দুবালা গো 
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া ।
ইন্দুবালা গো, ইন্দুবালা গো ...
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া ।
ইন্দুবালা গোও...
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার আকাশে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া...
ইন্দুবালা গো, ইন্দুবালা গো ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন