O Amar Dorodi ও আমার দরদী

 Jk Majlish Feat. Ankon

Song: O Amar Dorodi | ও আমার দরদী Lyric: Jashim Uddin, Tune: Abbasuddin Ahmed



ও আমার দরদী, আগে জানলে
তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না।
ভাঙ্গা নৌকায় চড়তাম না
আর ঐ দূরের পাড়ি ধরতাম না
তোর নব লাগ পা নিজের বেশা
ঐ নায়ে বোঝাই করতাম না।।
ছিল সোনার দাড় পবনের বৈঠা
ময়ূরপঙ্খী নাও খানা
ওরে চন্দ্র সূরুজ গোলায় ভরি
ফুল ছড়াতো জোছনা।।
শো শো শো দরিয়াতে তুলে ঢেউ
এই তুফানেতে কেউ গাঙ পাড়ি দিও না
বেসম দইরার পানি দেইখ্যা ভয়েতে প্রান বাঁচে না।।
লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা
মাঝ দরিয়ায় নাও ডুবিল
উপায় কী তার বল না।।
কল কল ছল ছল করে জল টলমল
আগে চল আগে চল নাই বল তবু চল
ওরে মাঝি তুই কেন হলি আজ বিমনা
সামনে নাচে বিজলী লয়ে কন্যা সোনার বরণা।।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন