Jk Majlish feat. Ankon
Song: Chengra Bondhua ( Nodir Kule Sorishar Ful ) Lyric & Tune: Collectedনদীর কূলে সরিষার ফুল
তুই খালি মোর জাতিকুল,
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল
চেংড়া বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
মন তো পিরীত জানে না
বন্ধু আমায় ছাড়ে না,
দুই টাকা দিলো বন্ধু পিরিতের বায়না।
তোমরা জানিয়া করবেন কি?
তোমরা শুনিয়া করবেন কি?
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি,
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি।
চেংড়া বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
তুই আবার চাইয়া আসলা না
কথা দিয়া কথা রাখলা না,
মন মিলে মনের মানুষ মিলে না।
তোমরা জানিয়া করবেন কি?
তোমরা শুনিয়া করবেন কি?
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি,
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি।
চ্যাংরা বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
তুই দেখতে দেখতে সিয়ানা হইলি
আবার না বলিয়া চলিয়া গেলি,
এত গোসা বন্ধু তোমার অন্তরে।
তোমরা জানিয়া করবেন কি?
তোমরা শুনিয়া করবেন কি?
হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি,
হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি।
চ্যাংরা বনধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
নদীর কূলে সরিষার ফুল
তুই খালি মোর জাতিকুল,
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল
চ্যাংড়া বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।