শিল্পীঃ কনা ও ইমরান মাহমুদুল
রচিয়তা এবং সুরকার শেখ ভানু শাহ
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
জ্বালাইয়া চান্দেরও বাতি
আমি জেগে রবো সারা রাতি গো
জ্বালাইয়া চান্দেরও বাতি
আমি জেগে রবো সারা রাতি গো
আমি কবো কথা শিশিরেরও সনে রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
জ্বালাইয়া চান্দেরও বাতি
আমি জেগে রবো সারা রাতি গো
জ্বালাইয়া চান্দেরও বাতি
আমি জেগে রবো সারা রাতি গো
আমি কবো কথা শিশিরেরও সনে রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
আমার ডাল যে ভাঙ্গে না
আমার ফুল যেন ভাঙ্গে না
ও ফুলের ঘুম যেন ভাঙ্গে না
তুমি নিরবও চরণে যাইও রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
যদি বা ঘুমাইয়া পড়ি
স্বপনেরও পথও ধরি গো
তুমি নিরবও চরণে যাইও রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে...