Bodhu Beshe konya zokhon - বধু বেশে কন্যা যখন

 Singer: Momtaz & Rathindronath Roy

Lyric: Kabir Bakul




খোদার আরশ হতে এলো পয়গাম
দিতে হবে জোড়া বেধে আজ দু'টি নাম
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
বধূ বেশে কন্যা যখন এলো রে,
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে!
কে আপন কে যে পর হলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
ও ও ও বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।

বন্ধু স্বজন সাক্ষী রয়
একটি কবুল বলতে হয়
হায় আল্লাহ মিলায় যেন দু'টি মন
হায় আল্লাহ মিলায় যেন দু'টি মন
স্বপ্ন দেখে কনে বর
একটি সংসার একটি ঘর
হয়ে যায়রে দু'টি হৃদয়ের বন্ধন
হয়ে যায়রে দু'টি হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে। 

ছোট্ট তোমার মামনি
বধূ সেজে এখনি
আজ দেখ পরের ঘরে চলে যায়
আজ দেখ পরের ঘরে চলে যায়
ভুলবে তাকে কি করে
অশ্রুতে চোখ যায় ভরে
নিয়তির খেলা বোঝা বড় দায়
নিয়তির খেলা বোঝা বড় দায়
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে।
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ ...
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন