Beter Aara - বেতের আড়া Lyric

 বেতের আড়া

মূল গানঃ বারোশিয়া আংশিক পরিবর্তিত সংস্করনঃ মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান সুরঃ প্রচলিত কণ্ঠঃ পলাশ ও অংকন





বাড়ির পাশে বেতের আড়া
হাল জুইড়াছি বিহান বেলা রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যতে রে...
বাড়ির পাশে বেতের আড়া
হাল জুড়াইছে ছোট্ট দ্যাওরা রে
এত বেলা হয় দ্যাওরা মোর পান্তা
খায় না আইসা রে...

পান্তার বাটি হাতে লইয়ে
যায় ভাবিজান পন্থ দিয়া রে
চলিতে তার ধাপ উঠে না
ওই না মাঞ্জার বিষে রে

স্বামী আমার যেমন তেমন
দ্যাওরা আমার মনের মতন
দ্যাওরা মরলে হবো পাগল
হবো দেশান্তরী রে...

ক্ষ্যাত নষ্ট দুবলা ঘাসে
নারী নষ্ট পুকুর ঘাটে রে
পুরুষ নষ্ট হয় দ্যাওরা গো
ওই না শহর বাজারে...

জ্যৈষ্ঠ মাসে আম পড়ে
টাপুর টুপুর শব্দ করে রে
দ্যাওরা আমার আম টুকাইয়া
রাখে আমার ঘরে রে...

আম টুকাই ভোর বিহানে
মনটা থাকে ভাবির ধ্যানে রে
একলা ঘরে ভাবি আমার রইছে
কেমন করে রে...

দ্যাওরা আমার বাজারে যায়
পন্থে বড় বাঘের ভয় রে
দ্যাওরারে মুই কিন্যা দিবো
ময়ূর কণ্ঠি ঘোড়া রে...

বাজার থাইক্যা আইস্যা দেখি
ভাবি আমার ভানছে ঢেঁকি রে
ভাবির জইন্য আনছি একখান চান্দির
একখান টিকলি রে....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন