Tomar Buker Shinghashone - Sohag




তোমার বুকের সিংহাসনে কথা ও সুরঃ জীবন দেওয়ান শিল্পি ঃ সোহাগ

তোমার বুকের সিংহাসনে রে বন্ধু আমার জায়গা নাই
ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই।

পথের ধূলার মানুষ আমি পথে পড়ে আছি
জংলার কিছু লতাপাতা ঘর বানাইয়া আছি রে বন্ধু
ঘর বানাইয়া আছি।
রাইতে ভিজি দিনে ভিজি দুঃখের সীমা নাই।

কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে
সারাজীবন ভাসলাম আমি ভাঙ্গা নদীর স্রোতে।
কুলহারা ফুল আমি রে বন্ধু যাওয়ার জায়গা নাই।

গোকুলের মূল্য আছে আমার মূল্য নাই
আমারে যে দিয়া গেলি জনমের বিদাই।
জীবন দেওয়ান মইরা গেলে রে বন্ধু কোথায় হবে ঠাঁই?
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন