Prano Sokhi Re - Nadia Dora

 প্রাণ সখিরে

কথা ও সুরঃ পল্লীকবি জসীম উদ্‌দীন প্রথম রেকর্ডঃ আব্বাস উদ্দিন আহমেদ কণ্ঠঃ নাদিয়া ডোরা





প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে,
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে ..
আমার মাথার বেণী বদলে দিব
তারে আইনা দে,
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।

যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নূপুর পরে পায়।
আমার নাকের বেসর তুইলা দেবো
সেইনা পথের গায়,
আমার গলার হার ছড়িয়ে দেবো
সেইনা পথের গায়,
যদি হার জড়িয়ে পরে পায়
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন