Song: Nisha Lagilo Re
Lyrics & Composition: Hason RajaSinger: Chanchal Chowdhury & Meher Afroz Shaon
Nisha Lagilo Re Song Lyrics In Bengali :
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে।
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ,
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখিয়া,
হাসন জানের রূপ দেখিয়া জনমের গেলো দুঃখ।
লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
হাসন জানের রূপটা দেখি
ফাল দি ফাল দি উঠে,
চিরাবারা হাসন রাজা,
চিরাবারা হাসন রাজা,
বুকের মাঝে ফুটে।
লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে।
নিশা লাগিল রে, নিশা লাগিল রে,
বাঁকা দু'নয়নে নিশা লাগিলে রে।